1. jitsolution24@gmail.com : admin :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুয়াকাটায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত ইবিএল কার্ডধারীদের বিশেষ সুবিধা দেবে লা মেরিডিয়ান ক্ষুদ্রঋণে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে বিকাশ ও ডাটাসফটের উদ্যোগ ২০২৩ সালে সিটি ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ আইএমএফের ঋণ পাকিস্তানের চেয়ে কম বাংলাদেশের মানব পাচার হতে উদ্ধার পাওয়া আরও ৬,০০০ সদস্যকে বিকাশের মাধ্যমে সহায়তা প্রদান করবে উইনরক ভোক্তাপর্যায়ে সর্বোচ্চ খুচরা মূল্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিশ্চিত করার দাবি নগদের পার্টনার হচ্ছে এশিয়ার শীর্ষ টেক কোম্পানি ইবিএল-সিপিডি এমওইউ ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের দুটি উপশাখার উদ্বোধন

করোনায় ঘরে বসে ২৯ ব্যাংক ও ভিসা-মাস্টারকার্ড থেকে টাকা আনুন বিকাশে

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৫৩৭ Time View
কোভিড সংক্রমণ বৃদ্ধির এই সময়ে ব্যাংক কাউন্টার বা এটিএম থেকে টাকা তোলার ঝুঁকি এড়িয়ে এখন ঘরে বসেই নিরাপদে ২৯টি ব্যাংক এবং ভিসা ও মাস্টারকার্ড থেকে বিকাশ-এ টাকা আনা যাচ্ছে অনায়াসে। পাশাপাশি বিকাশ অ্যাকাউন্ট থেকেই যেকোনো সময় যেকোনো স্থান থেকে প্রয়োজনমত টাকা পাঠানো, কেনাকাটার পেমেন্ট, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পেমেন্টসহ অসংখ্য সেবা সহজেই নেয়া যাচ্ছে ক্যাশ টাকা স্পর্শ না করেই।
এমএফএস খাতের সবচেয়ে বিস্তৃত এই অ্যাড মানি নেটওয়ার্ক থেকে নিজের অথবা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে যেকোনো সময় টাকা আনার এই সেবা কোভিডকালে গ্রাহককে তার ডিজিটাল লেনদেনে আরও স্বাধীন ও সক্ষম করে তুলেছে। এসব সুবিধার কারণে এরই মধ্যে প্রতিমাসে গড়ে ১২ লাখ গ্রাহক বিকাশের অ্যাড মানি সেবাটি ব্যবহার করছেন। গ্রাহককে অ্যাড মানিতে আরও উৎসাহিত করতে আগামী ৯ জুলাইয়ের মধ্যে একবার ন্যূনতম ৫০০০ টাকা অ্যাড মানি করলে বিকাশের পক্ষ থেকে অনুদান হিসেবে ১০ টাকা পৌঁছে যাবে দেশের স্বাস্থ্যখাতে।
শুধু বিকাশ অ্যাকাউন্টে টাকা আনা নয়, বিকাশ থেকে ৪টি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার সুবিধা ‘ট্রান্সফার মানি’ও চালু হয়েছে যা ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে টাকা জমা দেয়ার ভোগান্তি দূর করেছে। ৫ কোটি ৩০ লাখ বিকাশ গ্রাহকের জন্য ব্যাংকের সাথে লেনদেনকে হাতের মুঠোয় এনে দেয়া এই সেবা আগামীতে আরও নতুন ও সৃজনশীল ব্যাংকিং সেবাকে গ্রাহকের কাছে পৌঁছে দেয়ার পথকে সুগম করছে।
বর্তমানে ২৯টি বাণিজ্যিক ব্যাংকের গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপ থেকে সহজেই নিজের বা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারছেন। ব্যাংকগুলো হলো- সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক, এক্সিম ব্যাংক, যমুনা ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক, এসবিএসি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এনআরবিসি ব্যাংক, সীমান্ত ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। অন্যদিকে বিকাশ অ্যাকাউন্ট থেকে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক-এর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার সেবা নিতে পারছেন গ্রাহকরা।
একই সাথে বাংলাদেশে ইস্যুকৃত সকল ভিসা কার্ড ও মাস্টারকার্ড থেকে একইভাবে নিজের বা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সেবাও ব্যবহার করছেন গ্রাহক।
বিকাশে টাকা আনতে প্রথমে গ্রাহককে যে ব্যাংক থেকে অ্যাড মানি করতে চান সেই ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং-এ নিবন্ধন করে নিজের বা প্রিয়জনের বিকাশ নম্বর বেনিফিশিয়ারি হিসেবে যুক্ত করতে হবে। এরপর ইন্টারনেট ব্যাংকিং এ লগ ইন করে কয়েকটি সুনির্দিষ্ট ধাপে বিকাশ নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, টাকার পরিমাণ, ওটিপি কোড, বিকাশ পিন ইত্যাদি টাইপ করলে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন সহজেই। লেনদেন সম্পন্ন হলে গ্রাহক এসএমএস নোটিফিকেশন পাবেন। উল্লেখ্য, বিকাশে অ্যাড মানি করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে।
কার্ড থেকে অ্যাড মানি করতে বিকাশ অ্যাপের কার্ড টু বিকাশ অপশন থেকে কয়েকটি ধাপ অনুসরণ করেই অ্যাডমানি করার সেবা নেয়া যাচ্ছে। একজন গ্রাহক একাধিক কার্ড থেকে এই সেবা নিতে পারেন।
ঘরে বসেই ২৯টি ব্যাংক এবং বাংলাদেশে ইস্যুকৃত যেকোনো ভিসা/মাস্টারকার্ড থেকে অ্যাড মানি করে গ্রাহকরা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন বা অনলাইন কেনাকাটার পেমেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান, কর পরিশোধ, বিভিন্ন ধরনের সরকারি সেবার ফি পরিশোধ, স্কুল কলেজের বেতন পরিশোধ, বিভিন্ন অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ, বিমান-ট্রেন-বাস-লঞ্চ সহ সব ধরণের যানবহনের টিকিট কেনা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেয়াসহ অসংখ্য সেবা খুব সহজেই নিতে পারছেন। এছাড়া জরুরী প্রয়োজনে দেশজুড়ে বিকাশ-এর ২ লাখ ৭০ হাজার এজেন্ট পয়েন্টে গিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে ক্যাশ আউটও করতে পারছেন গ্রাহক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023