1. jitsolution24@gmail.com : admin :
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুয়াকাটায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত ইবিএল কার্ডধারীদের বিশেষ সুবিধা দেবে লা মেরিডিয়ান ক্ষুদ্রঋণে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে বিকাশ ও ডাটাসফটের উদ্যোগ ২০২৩ সালে সিটি ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ আইএমএফের ঋণ পাকিস্তানের চেয়ে কম বাংলাদেশের মানব পাচার হতে উদ্ধার পাওয়া আরও ৬,০০০ সদস্যকে বিকাশের মাধ্যমে সহায়তা প্রদান করবে উইনরক ভোক্তাপর্যায়ে সর্বোচ্চ খুচরা মূল্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিশ্চিত করার দাবি নগদের পার্টনার হচ্ছে এশিয়ার শীর্ষ টেক কোম্পানি ইবিএল-সিপিডি এমওইউ ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের দুটি উপশাখার উদ্বোধন

যাকাত ক্যালকুলেটরসহ ইসলামিক জীবনধারার সেবা নিয়ে এলো ‘নগদ ইসলামিক’  

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪০৬ Time View

ধর্মপ্রাণ মুসলমান গ্রাহকদের জন্য যাকাত ক্যালকুলেটরসহ ইবাদতের সহায়ক ইসলামি বিভিন্ন ধরনের সেবা নিয়ে এসেছে ‘নগদ ইসলামিক’। এর ফলে গ্রাহকেরা এখন থেকে নিশ্চিন্তে নিজের যাকাতের হিসাব নিজেই করতে পারবেন। পাশাপাশি বিনামূল্যে প্রতিদিন পবিত্র কোরআন পাঠসহ ইবাদত সহায়ক সব সেবা পাবেন এই প্ল্যাটফর্মে।

শরিয়া সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে পরিচালিত ‘নগদ ইসলামিক’-এর মাধ্যমে গ্রাহকেরা তাদের সুবিধামতো ঝামেলাহীনভাবে যাকাতের সঠিক পরিমাণ জেনে নিয়ে নিয়মিত যাকাত আদায় করতে পারবেন। গত তিন বছর ধরে ইসলামিক অর্থ ব্যবস্থাপনার নিশ্চয়তা দিয়ে চালু রয়েছে ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট। সুদহীন এই এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেশন, হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস পেমেন্ট, ইসলামিক ইন্স্যুরেন্সের পেমেন্টসহ নানা রকম সেবা উপভোগ করছেন গ্রাহকেরা।

মানুষের চাহিদার কথা বিবেচনা করে ‘নগদ ইসলামিক’-এর নতুন সংযোজন হলো যাকাত ক্যালকুলেটর, যা গ্রাহকদের যাকাত গণনা করার প্রক্রিয়াকে আরো সহজ করে দেবে।

গ্রাহকেরা এখন থেকে ‘নগদ ইসলামিক’ ওয়েবসাইটের(https://nagadislamic.com.bd) মাধ্যমে সহজেই যাকাতের হিসাব নিজেই করতে পারছেন। সেক্ষেত্রে, নগদ ইসলামিক’ ওয়েবসাইটে প্রবেশ করে যাকাত ক্যালকুলেটর অপশনটি বাছাই করতে হবে। এরপর বাৎসরিক আয়, বিনিয়োগ, স্বর্ণ এবং ঋণসহ পুরো বছরের সম্পদের পরিমানের তথ্য দিতে হবে। পরবর্তী ধাপে ক্যালকুলেটরের নিচে ‘হিসাব করুন’ অপশনে ক্লিক করলেই যাকাতের সঠিক পরিমান স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে। খুব শিগ্রই নগদ অ্যাপেও পাওয়া যাবে এই সেবাটি।

এ ছাড়া প্রায় ২০টি ইসলামিক ও যাকাত ডোনেশন প্রতিষ্ঠানে সরাসরি যাকাত প্রদানের সুযোগ ও রয়েছে ‘নগদ ইসলামিক’-এর মাধ্যমে। সেক্ষেত্রে ‘নগদ ইসলামিক’ অ্যাপ থেকে ‘ডোনেশন’ অপশনে প্রতিষ্ঠানের মার্চেন্ট নম্বরে সরাসরি যাকাত পাঠানো যাবে। ফলে গ্রাহকেরা মোবাইলের মাধ্যমে ঘরে বসে যাকাত সংক্রান্ত যাবতীয় সব কর্মকান্ড ঝামেলাহীন উপায়ে পরিচালনা করতে পারবেন।

এ ছাড়া ওয়েবসাইটটিতে ‘ইসলামিক জীবন’ এবং ‘ইবাদত প্রতিদিন’ এই দুটি ফিচারে ক্লিক করলে সহজেই রোজা ও নামাজের সময়সূচি, বাংলা অর্থসহ আল কোরআন ও হাদিস পাঠসহ প্রতিদিনের ইবাদত সংক্রান্ত সব সেবা উপভোগ করতে পারছেন গ্রাহকেরা। ‘নগদ ইসলামিক’-এ অন্তর্ভুক্ত সকল ইসলামিক কনটেন্ট ‘ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’ দ্বারা অনুমোদিত।

এ বিষয়ে ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য রাহেল আহমেদ বলেন, ‘অন্যান্য সেবার পাশাপাশি গ্রাহকদের শুধু মোবাইলের মাধ্যমে যাকাতের সঠিক হিসাব করে নেওয়ার সুবিধা নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। তিন বছর ধরে চালু থাকা ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট ইতিমধ্যে ব্যাপক সাড়া পেয়েছে, সেই ধারাবাহিকতায় আগামীতেও আরো নতুন নতুন সংযোজনের মাধ্যমে সেবাটি প্রসারে আমরা আরো সচেষ্ট থাকব।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023