1. jitsolution24@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
কুয়াকাটায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত ইবিএল কার্ডধারীদের বিশেষ সুবিধা দেবে লা মেরিডিয়ান ক্ষুদ্রঋণে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে বিকাশ ও ডাটাসফটের উদ্যোগ ২০২৩ সালে সিটি ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ আইএমএফের ঋণ পাকিস্তানের চেয়ে কম বাংলাদেশের মানব পাচার হতে উদ্ধার পাওয়া আরও ৬,০০০ সদস্যকে বিকাশের মাধ্যমে সহায়তা প্রদান করবে উইনরক ভোক্তাপর্যায়ে সর্বোচ্চ খুচরা মূল্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিশ্চিত করার দাবি নগদের পার্টনার হচ্ছে এশিয়ার শীর্ষ টেক কোম্পানি ইবিএল-সিপিডি এমওইউ ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের দুটি উপশাখার উদ্বোধন

আইপিডিসির প্রথম এএমডি রিজওয়ান দাউদ শামস

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩৯৬ Time View

রিজওয়ান দাউদ শামসকে প্রতিষ্ঠানের প্রথম অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে নিয়োগ দিয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। তিনি এর আগে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রিলেশনশিপ ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, টিম ডেভেলপমেন্ট ও ঝুঁকি ব্যবস্থাপনায় তাঁর ১৮ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০৭ সালের ১ নভেম্বর কর্পোরেট বিনিয়োগের অধীনে সিনিয়র ম্যানেজার হিসেবে আইপিডিসিতে যোগদান করেন এবং পরবর্তী বছরগুলোতে সংগঠনকে রূপান্তরিত করতে অগ্রণী ভূমিকা পালন করেন।

তাঁর অনুকরণীয় নেতৃত্বে, কর্পোরেট ব্যবসায়িক পোর্টফোলিও গত পাঁচ বছরে ৬ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। দেশব্যাপী সিএমএসএমই গড়তে অবদান রাখা এসএমই ব্যবসায়ের নতুন লক্ষ্য নির্ধারিত হওয়ার পর তিনি নতুন কাঠামোতে এসমএমই ডিপার্টমেন্টকে সাজান। ২০১২ সালে তাঁর হাত ধরেই আইপিডিসি-তে ‘সাপ্লাই চেইন ফাইন্যান্স’ (এসসিএফ) চালু হয় এবং বর্তমানে এসসিএফের বাজারের ৫০% এরও বেশি শেয়ার আইপিডিসি ফাইন্যান্স-এর। ডিজিটাইজেশন এবং পরিবর্তিত ব্যবসায় জগতকে কেন্দ্র করে বড় কৌশলগত উদ্যোগ যেমন দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ব্লকচেইনভিত্তিক সাপ্লাই চেইন ফাইন্যান্স প্ল্যাটফর্ম- ‘অর্জন’ এবং এআইভিত্তিক খুচরা বিক্রেতাদের অর্থায়নের প্ল্যাটফর্ম- ‘ডানা’ তাঁর বুদ্ধিদীপ্ত নির্দেশনায় গড়ে উঠেছে। তাঁর দক্ষতা এবং ট্রেজারি অপারেশনে সুনিপুণ পরিচালনা পোর্টফোলিও বৃদ্ধির ঊর্দ্ধহার নিশ্চিত করেছে। বাজার বিবেচনায় আইপিডিসি-র খেলাপি ঋণের হার-এর স্বল্পতার পিছনে তাঁর বিচক্ষণতা এবং দক্ষ ব্যবস্থাপনার রয়েছে বিরাট অবদান ।

আইপিডিসিতে যোগ দেওয়ার আগে, শামস জিএসপি ফাইন্যান্স, হাবিব ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের (এসসিবি) বিভিন্ন কৌশলগত পজিশনে কাজ করেছেন। তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি পেশাগত জীবনে দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার এবং উল্লেখযোগ্য সংখ্যক  স্বীকৃতিতে ভূষিত হয়েছেন।

আইপিডিসি ফাইন্যান্স-এর এএমডি রিজওয়ান ডি শামস বলেছেন, “আমরা হয়তো অনেক দূর এগিয়ে এসেছি, তবু আমাদের সামনে রয়েছে আরও অনেক সম্ভাবনা । আইপিডিসি-তে আমার নতুন ভূমিকায় সেই সম্ভাবনাকে বাস্তবে রূপান্তরিত করা এবং আইপডিসির যাত্রাকে আরও বেশি অর্থবহ করাই হবে আমার কাজের অনুপ্রেরণা। বিদ্যমান শক্তিশালী জায়গাগুলো অক্ষুণ্ণ রেখে আর্থিকখাতের জন্য অনুকরণীয় উদাহরণ তৈরিতে কাজ করতে চাই।’

আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, ‘২০০৭ সালে আইপিডিসি-র সাথে যাত্রা শুরু করার পর থেকে প্রতিষ্ঠানটির অবিচ্ছেদ্য অংশ রিজওয়ানকে জানাই আন্তরিক অভিনন্দন। আইপিডিসিকে প্রতিনিয়ত নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং সব ক্ষেত্রে পারদর্শিতার পরিচয় রাখার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে রিজওয়ান এক অনন্য উদাহরণ।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023