1. jitsolution24@gmail.com : admin :
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুয়াকাটায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত ইবিএল কার্ডধারীদের বিশেষ সুবিধা দেবে লা মেরিডিয়ান ক্ষুদ্রঋণে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে বিকাশ ও ডাটাসফটের উদ্যোগ ২০২৩ সালে সিটি ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ আইএমএফের ঋণ পাকিস্তানের চেয়ে কম বাংলাদেশের মানব পাচার হতে উদ্ধার পাওয়া আরও ৬,০০০ সদস্যকে বিকাশের মাধ্যমে সহায়তা প্রদান করবে উইনরক ভোক্তাপর্যায়ে সর্বোচ্চ খুচরা মূল্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিশ্চিত করার দাবি নগদের পার্টনার হচ্ছে এশিয়ার শীর্ষ টেক কোম্পানি ইবিএল-সিপিডি এমওইউ ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের দুটি উপশাখার উদ্বোধন

ইএফডির কার‌্যক্রম শুরু

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৯৪৩ Time View
ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস

ভ্যাট আদায়ে স্বচ্ছতা আনতে দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ দিনের প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কার‌্যক্রম শুরু হতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি)।

পরীক্ষামূলক ভাবে ঢাকা ও চট্টগ্রামের একশটি ব্যবসা প্রতিষ্ঠানে মঙ্গলবার (২৫ আগস্ট) বসানো হবে এই যন্ত্র। সকাল সাড়ে দশটার দিকে এই কার‌্যক্রম উদ্ধোধন করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) মাধ্যমে লেনদেন তথ্য স্বয়ংক্রিয় ভাবে পাবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ব্যবসায়ীদের বিনামূল্যে দেয়া হবে এসব ইএফডি।

বিশ্লেষকরা বলছেন, ইএফডি বসানোর পাশাপাশি নজরদারি বাড়ানোর কোনো বিকল্পই নেই।

ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন তথ্য নিয়ে হরহামেশাই তৈরি হয় বিভ্রান্তি। ভ্যাট দেবার অনেক সময় ক্ষেত্রে মুখোমুখী অবস্থান নেন ব্যবসায়ী ও জাতীয় রাজস্ব বোর্ড।

লেনদেনের তথ্য সংরক্ষনে এতদিন ব্যবহার হয়েছে ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্টার বা ইসিআর মেশিন। কিন্তু এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় ব্যবহার হবে নতুন যন্ত্র ইএফডি।

ব্যবসা প্রতিষ্ঠান কত টাকা লেনদেন হলো সেই তথ্য স্বয়ংক্রিয় ভাবে পেতে আনা হয়েছে নতুন যন্ত্র যার নাম ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি। জাতীয় রাজস্ব বোর্ডের সার্ভারে যুক্ত থাকার কারণে স্বয়ংক্রিয় ভাবে ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রির তথ্য পাবে নিয়ন্ত্রক সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড।

জানতে চাইলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো.রহমাতুল মুনিম বাংলানিউজকে বলেন, ২৫ আগস্ট ১০০টি মেশিনের পাইলটিং শুরু হবে। ইতিমধ্যে মেশিনগুলো ঢাকা ও চট্টগ্রামের ব্যবসা প্রতিষ্ঠানে বসানো হয়েছে। সেগুলো পরিচালনা পর‌্যবেক্ষণ করা হচ্ছে।

ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে সরবরাহ করা এসব ইএফডি মেশিন এনবিআআরকে সরবরাহ করছে চীন। ইতিমধ্যে দেশে এসেছে ১০ হাজার ইএফডি। প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৪ হাজার ব্যবসায়ীকে।

তবে ব্যবসায়ীদের অভিযোগ নতুন এই যন্ত্র সম্পর্কে এখনও তেমন ধারনা দেয়া হয়নি তাদের।

এবিষয়ে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু বলেন, আমরা যারা ব্যবসা কররি তাদের এই মেশিন সম্পর্কে কোনো ধারণা নেই। ধারণা দেয়ার জন্য অবশ্যই আমাদের একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। কারণ এটার ব্যবহারবিধি কেমন হবে এটা কিভাবে ব্যবহার করতে হবে এবং কোথায় রেখে ব্যবহার করতে হবে এবং এটা ব্যবহারটা করলে আমার জন্য কিছু সুফল বয়ে আনবে এই জিনিসগুলোর স্বচ্ছ ধারণা অবশ্যই আমাদের দরকার।

বিশ্লেষকদের ধারণা ইএফডি বসানোর সঙ্গে রাজস্ব ঘাটতি পূরণে এনবিআরের সক্ষমতা বাড়ানোর প্রয়োজন।

এবিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে এনবিআরের অনলাইন কানেক্টিভিটি এটা একটা নতুন উদ্যোগ। কারণ এখন তো রাজস্ব আদায়ের যে ধ্বস নেমেছে তাতে এভাবে ভলান্টারী কমপ্লায়েন্স বাড়ানো দরকার। জনগণকে উৎসাহী করতে হবে। কারণ ভ্যাটটা তো জনগণের পয়সা।

এক লাখ ইএফডি মেশিন ক্রয়ে ৩১৫ কোটি টাকার এই প্রকল্পের আওতায় প্রথম ধাপে ১০ হাজার মেশিন আনা হয়েছে। সেগুলো ঠিকমতো কাজ করলে বাকি ৯০ হাজার মেশিন বসানো হবে।

২০১৮-১৯ অর্থবছরে চীনা কনসোর্টিয়ামকে এক লাখ মেশিন ও ৫০০ সেলস ডাটা কন্ট্রোলারসহ ইএফডিএমএস সরবরাহ, স্থাপন ও পরিচালনার কাজ দেয় সরকার। ৩২ হাজার টাকা দরে কেনা প্রতিটি মেশিন ব্যবসায়ীদের বিনা মূল্যে প্রদান করা হবে।

ভ্যাট আদায়ের লক্ষ্যে দেশের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে এতদিন ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) মেশিন ব্যবহার করা হতো। ২০০৮ সালে ১১টি খাতে ইসিআর ব্যবহার বাধ্যতামূলক করা হলেও যথাযথ মনিটরিংয়ের অভাবে সফল না হওয়ায় অত্যাধুনিক প্রযুক্তির ইএফডি মেশিন বসানো হচ্ছে।

এনবিআর সুত্র জানায়, যেসব ব্যবসা প্রতিষ্ঠানে বার্ষিক লেনদেন ৫০ লাখ টাকার বেশি তাদের ইএফডি ব্যবহার বাধ্যতামূলক। আবার যেসব ব্যবসায় প্রতিষ্ঠানে ইসিআর মেশিন চালু রয়েছে, সেগুলোও ইএফডির আওতায় আসবে।

বিশ্বব্যাপী ইএফডির ব্যবহার শুরু হয়েছে আশির দশকে। ১৯৮৩ সালে ইএফডির প্রথম ব্যবহার শুরু করে ইতালী। পরবর্তীতে সুইডেন, কসোভোস, গ্রিস, রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরিসহ ইউরোপের অনেক দেশ ভ্যাট সংগ্রহে ইএফডি ব্যবহার শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023