ঢাকা || ০৬ মে ২০২৪

এক বাঘাইড়ের দাম ৩৫ হাজার টাকা

এক বাঘাইড়ের দাম ৩৫ হাজার টাকা

শরীফুল ইসলাম, রাজবাড়ী রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে একটি বাঘাইড় মাছ। মাছটি কিনে ঢাকায় বিকি করেছেন ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। সোমবার ভোররাতে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের অদুরে পদ্মানদীতে জয়নাল হালদারের জালে ২৯ কেজি ওজনের মাছটি ধরা পড়ে। জয়নাল হালদার মাছটি দৌলতদিয়া ঘাটের মাছের আড়ৎদার মকু মোল্লার আড়তে নিয়ে এলে সেখানে নিলামে ৩৫ হাজার টাকায় বিক্রি হয়। জেলে জয়নাল হালদার বলেন, রোববার দিনগত রাতে সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যাই। ভোরের দিকে জাল তুলতেই মাছটি ভেসে ওঠে। প্রতিকেজি বিক্রি হয়েছে ১০৫০ টাকা টাকা দরে মাছটি ক্রয় করেন। দৌলতদিয়া ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা বলেন, মাছটি দৌলতদিয়া মকু মোল্লার আড়ৎ থেকে ১০৫০ টাকা কেজি দরে কিনেছি। ঢাকার কোন এক ব্যাবসায়ীর সাথে ফোনে কথা হয়েছে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করব বলে আশা করছি। ইতিমধ্যে কয়েক জায়গা থেকে ফোন আসছে বলে জানান এই ব্যাবসায়ী। উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, ইলিশের আকাল থাকলেও বর্তমান নদীতে মিঠা পানির বড় বড় নানান প্রজাতির মাছ ধরা পড়ছে।