ঢাকা || ০৭ জুলাই ২০২৫

ব্যাংকের ৫০% পরিচালক হবেন স্বতন্ত্র: গভর্নর

ব্যাংকের ৫০% পরিচালক হবেন স্বতন্ত্র: গভর্নর

ব্যাংক ইনফো

প্রকাশিত: ২০:১৮, ৬ জুলাই ২০২৫

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে পরিচালনা পর্ষদের অন্তত ৫০ শতাংশ সদস্যকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ বাধ্যতামূলক করা হচ্ছে। একইসঙ্গে এক পরিবার থেকে পরিচালকদের সংখ্যা আরও কমানো হবে।

 তিনি বলেন, "স্বতন্ত্র পরিচালকদের একটি প্যানেল তৈরি করা হবে। এখান থেকে বাছাই করে নিয়োগ দিতে হবে। প্যানেলের বাইরে থেকে কাউকে নিতে হলে তাকে অবশ্যই বিশিষ্ট ব্যক্তি হতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে।"

তিনি জানান, স্বতন্ত্র পরিচালকদের নিয়োগে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ব্যাংকিং খাত সম্পর্কে জ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া দুর্বল বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়া শুরু করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করা হবে।

"কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংক কার্যত দেউলিয়া। এসব ব্যাংককে তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকা ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে। এটি চলমান প্রক্রিয়া—সরকার পরিবর্তনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই," বলেন গভর্নর।

ব্যাংক পরিচালনায় ব্যর্থ উদ্যোক্তা-পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, "ব্যাংক জনগণের টাকায় চলে। মালিকেরা সেই টাকার জিম্মাদার। দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের সরিয়ে দেওয়া হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকে একটি বিশেষ বিভাগ গঠন করা হয়েছে।"

অর্থঋণ আদালত আইন সংশোধন করে তিন থেকে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির পরিকল্পনার কথাও জানান গভর্নর। তিনি বলেন, এ জন্য আর্থিক খাত-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তিতে বিচারক বেঞ্চ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এটি বিচার বিভাগের অনুমোদনের ওপর নির্ভরশীল।

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) প্রসঙ্গে তিনি বলেন, "কমপক্ষে ১৫টি প্রতিষ্ঠান সম্পূর্ণ অকার্যকর। আর ১০টি ভালো অবস্থায় আছে। বাকি ২০টি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে—তাদের লাইসেন্স স্থগিত হবে কি না, তা জানাতে।"

তিনি জানান, এসব এনবিএফআই সমস্যা সমাধানে একীভূতকরণ বা অবসায়নের উদ্যোগ নেওয়া হবে এবং এতে প্রায় ৯ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে।

আইএমএফের সাবেক এই অর্থনীতিবিদ বলেন, "আমরা চাই, আর্থিক খাতে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হোক। এটি সময়ের দাবি।"