ঢাকা || ০১ জুলাই ২০২৫

নিউ গ্রামীণ মোটরস থেকে মোটর বাইক ক্রয়ে ঋণ দিবে ইবিএল

নিউ গ্রামীণ মোটরস থেকে মোটর বাইক ক্রয়ে ঋণ দিবে ইবিএল

ব্যাংক ইনফো

প্রকাশিত: ২৩:১৮, ২৪ জুন ২০২৫

নিউ গ্রামীণ মোটরস থেকে নতুন টু হুইলার মোটর বাইক ক্রয়ে ক্রেতাদের “টু হুইলার ঋণ” সুবিধা দিবে ইস্টার্ন ব্যাংক।

সম্প্রতি ঢাকায়,  ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার  এবং নিউ গ্রামীণ মোটরস লিমিটেডের চেয়ারম্যান মেজবা উদ্দিন মামুন  এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন।

অন্যান্যদের  মধ্যে ইবিএল হেড অব বিজনেস (রিটেইল ও এসএমই ব্যাংকিং) , সৈয়দ জুলকার নায়েন, এবং নিউ গ্রামীণ মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ রেজাউল করীম উপস্থিত ছিলেন।