
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের যৌথ আয়োজনে ৬ মে সকাল ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে ‘জাপান ও বাংলাদেশের নার্সিং -এর ইতিহাস ও ভবিষ্যৎ’ শীর্ষক পঞ্চম জাইকা চেয়ার লেকচার।
সেমিনারে মূল বক্তব্য প্রদান করেন কোবে সিটি কলেজ অব নার্সিং -এর এমেরিটাস অধ্যাপক ও ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেসের সাবেক সভাপতি ড. হিরোকো মিনামি। শুরুতেই তিনি আধুনিক নার্সিং সেবার ঐতিহাসিক বিকাশ এবং কীভাবে সমাজের সংকটকালীন সময় নার্সদের ব্যক্তিত্ব ও পেশা বিকাশে ভূমিকা রেখেছে, তা তুলে ধরেন। তিনি জাপানের নার্সিং শিক্ষা ব্যবস্থা, পাঠ্যক্রম ও নার্সদের ক্যারিয়ার বিকাশ নিয়ে আলোচনা করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী। বক্তব্যে, মো. সাইদুর রহমান জাপানের নার্সিং শিক্ষা ব্যবস্থার বিকাশ থেকে শেখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন; একইসাথে, তিনি নার্সদের ক্যারিয়ার গঠনে জাইকার সহায়তায় সরকারি উদ্যোগ নিয়েও আলোচনা করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে। সেমিনার সফল করে তুলতে ভূমিকা রাখায় তিনি জাপানিজ স্টাডিজ বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি এ সেমিনারকে বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উত্তরণের পথে জাইকার সহযোগিতামূলক উদ্যোগের সূচনা বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ও ডিন ড. তৈয়েবুর রহমান।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. দিলরুবা শারমিন। তিনি জাইকা ও গবেষকগণসহ সংশ্লিষ্ট সকল অংশীজনদের আন্তরিক অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাপান ভিজিটিং নার্সিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. ইয়ায়োই তামুরা এবং মিয়ে প্রেফেকচারাল কলেজ অব নার্সিং- এর চেয়ার অব দ্য বোর্ড অব ট্রাস্টিজ ও সভাপতি ড. নোরিকো কাটাদা। সেমিনারে অংশ নেয়ার পাশাপাশি প্রশ্নোত্তর পর্বেও তারা উপস্থিত ছিলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সমাপনী বক্তব্যে তিনি দেশের জনসংখ্যার ক্রমবর্ধমান চাহিদা পূরণে নার্সিং শিক্ষার উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ সেমিনার আয়োজনে তিনি জাপানিজ স্টাডিজ বিভাগ ও জাইকাকে অভিনন্দন জানান।
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে জাপানের সহযোগিতামূলক উদ্যোগের মূলকেন্দ্র হিসেবে ভূমিকা রাখতে প্রত্যাশী জাপানিজ স্টাডিজ বিভাগ।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন নার্সিং কলেজের পাঁচ শ’র বেশি শিক্ষাবিদ, গবেষক, উন্নয়ন পেশাজীবী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।