
এমিরেটস আগামী ৩০ জুলাই থেকে চীনের হাংঝু শহরের সঙ্গে দুবাইয়ের সরাসরি সংযোগ স্থাপন করতে যাচ্ছে। হাংঝু চীনের মূল ভূখণ্ডে এমিরেটসের পঞ্চম গেটওয়ে। বর্তমানে এয়ারলাইনটি বেইজিং, গুয়াংজু, সাংহাই এবং শেনজেনে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
নতুন এই ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে তিন শ্রেণির অত্যাধুনিক বোয়িং ৭৭৭-৩০০ইআর, যার মাধ্যমে প্রতি সপ্তাহে দুবাই-হাংঝু-দুবাই রুটে ২,৪৭৮টি যাত্রী আসন পাওয়া যাবে। এই উড়োজাহাজে ৮টি প্রথম শ্রেনী সুইট, ৪২টি বিজনেস শ্রেনী এবং ৩০৪টি আরামদায়ক ইকোনমি শ্রেনী আসন থাকবে।
ফ্লাইট সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে যাত্রীরা ইউরোপের ৩৮টি, আফ্রিকার ২২টি এবং মধ্যপ্রাচ্যের ১১টি গন্তব্য ছাড়াও ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে সুবিধাজনক সংযোগ পেতে পারেন।
চীনের ঝেজিয়াং প্রদেশের রাজধানী হাংঝু এখন বৈশ্বিক উদ্ভাবন, ই-কমার্স এবং প্রযুক্তি বিকাশের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। বিশ্বখ্যাত আলিবাবা গ্রুপের প্রধান কার্যালয় এই শহরে অবস্থিত। এমিরেটস স্কাইকার্গো এই নতুন রুটের মাধ্যমে চীন ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং হাংঝুকে আন্তর্জাতিক কার্গো ও ক্রস-বর্ডার ই-কমার্স হাব হিসেবে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে।
এই নতুন রুট চালু হলে চীনের মূল ভূখণ্ডে প্রতি সপ্তাহে এমিরেটসের ৪৯টি ফ্লাইট চলাচল করবে, যার মধ্যে বেইজিং ও সাংহাইয়ে প্রতিদিন দুটি এবং গুয়াংজু, শেনজেন ও হাংঝুতে দৈনিক একটি ।