ঢাকা || ০১ মে ২০২৪

জুলাই মাসে দেড়হাজার কোটি টাকার কৃষি ঋণ বিতরণ

জুলাই মাসে দেড়হাজার কোটি টাকার কৃষি ঋণ বিতরণ

দেশে কার‌্যরত ব্যাংকগুলো চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১ হাজার ৫শ ৯ কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণ করেছে।

বিতরণকৃত ঋণের পরিমান আগের মাসের চেয়ে ৬৪শতাংশ কম। জুন মাসে বিতরণকৃত ঋণের পরিমান ছিল ৪ হাজার ১শ ৯৮ কোটি টাকা।

তবে ২০১৯-২০ অর্থবছরের একই সময়ের চেয়ে ৫৪শতাংশ বেশী ঋণ বিতরণ হয়েছে চলতি বছরের প্রথম মাসে। আগের বছরের একই সময়ে ব্যাংকগুলো ৯শ ৭৭ কোটি টাকার ঋণ বিতরণ করেছিল।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, ২০২০-২১ অর্থবছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার ৫ দশমিক ৭৫শতাংশ বিতরণ করা হয়েছে চলতি বছরের জুলাই মাসে।

কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের ২৭ জুলাই ২৬ হাজার ২৯২ কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে। যা আগের অর্থ বছরের চেয়ে ৯শতাংশ বেশী।

যদিও ব্যাংকগুলো করোনাভাইরাস মহামারীর অজুহাতে গত অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। ২০১৯-২০ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২২ হাজার ৭৪৯ কোটি টাকা।

অপর দিকে ব্যাংকগুলো আগের বিতরণকৃত ঋণের ২ হাজার ২শ ৭৯ কোটি টাকা আদায় করেছে জুলাই মাসে।

এদিকে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর‌্যন্ত কৃষকদের কাছ থেকে টাকা আদায় বন্ধ রাখতে ব্যাংকগুলোর জন্য চলতি বছরের ২৪ জুলাই একটি প্রজ্ঞাপন জারী করেছে বাংলাদেশ ব্যাংক। 

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাই শেষে কৃষি ও পল্লী ঋণের পরিমান দাড়িয়েছে ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকা।

করোনাভাইরাস মহামারীর ক্ষতি কাটিয়ে ওঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কুষকদের ৫ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এই প্যকেজ থেকে ৪শতাংশ সুদে ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ বিতরণের ধীর গতির কারণে ব্যাংকগুলোর প্রতি সন্তুষ্ট নয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো জুলাই মাস পর‌্যন্ত মাত্র ৪৯৭ কোটি টাকার ঋণ বিতরণ করেছে।