ঢাকা || ১৪ ডিসেম্বর ২০২৪

সোনালী ব্যাংকে চাকরি মিলবে ৬০ বছর হলেও

সোনালী ব্যাংকে চাকরি মিলবে ৬০ বছর হলেও

ব্যাংক ইনফো

প্রকাশিত: ১২:৫৩, ৩০ এপ্রিল ২০২৪

রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে তথ্যপ্রযুক্তি বিভাগে জেনারেল ম্যানেজার পদমর্যাদায় চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার (সিআইটিও) পদে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার (সিআইটিও)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/প্রকৌশল, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান বা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি অথবা আইসিটি ডিপ্লোমাসহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তথ্যপ্রযুক্তি খাতে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং আইটি সম্পর্কিত কাজ যেমন—আইটি পলিসি অ্যান্ড প্ল্যানিং, ফিন্যান্সিয়াল নেটওয়ার্ক অ্যান্ড অ্যাপ্লিকেশন, ফিন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেমস, সাইবার সিকিউরিটি টেকনোলজি, পেমেন্ট টেকনোলজি ইত্যাদি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকের সিবিএস বা এ রকম গুরুত্বপূর্ণ সফটওয়্যার সফলভাবে তৈরিতে টেকনিক্যাল লিডের অভিজ্ঞতাকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে। অনুমোদিত/নিবন্ধিত কোনো কম্পিউটার সোসাইটির সদস্য/সহযোগী সদস্য হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (স্থায়ী ঠিকানা, যোগাযোগের নম্বর ও ঠিকানাসহ), সম্প্রতি তোলা এক কপি ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি, প্রত্যাশিত বেতন উল্লেখ করে অ্যাপ্রিশিয়েসন অ্যাসাইনমেন্টসহ (এক পৃষ্ঠা) আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিভিশন, সোনালী ব্যাংক পিএলসি, হেড অফিস, ঢাকা।

আবেদনের শেষ সময়: ১৯ মে ২০২৪।