ঢাকা || ০৫ নভেম্বর ২০২৫

পাঁচ ইসলামিক ব্যাংক একীভূত হয়ে গঠিত হতে যাচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

পাঁচ ইসলামিক ব্যাংক একীভূত হয়ে গঠিত হতে যাচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

ব্যাংক ইনফো

প্রকাশিত: ০০:৫৪, ৫ নভেম্বর ২০২৫

অর্থনৈতিক খাতের দীর্ঘদিনের তারল্য সংকটে থাকা পাঁচটি শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে সরকার। প্রস্তাবিত ব্যাংকের নাম হবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অনুমোদিত মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অনুযায়ী, নতুন ব্যাংকের শেয়ারসমূহ প্রাথমিকভাবে এই আইনি নথির গ্রাহকদের মধ্যে বণ্টন করা হবে।

পরিচালনা পর্ষদে অর্থ সচিব হবেন চেয়ারম্যান:

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে মোট সাতজন সদস্য থাকবেন। এর মধ্যে অর্থ সচিব পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। বাকি ছয় পরিচালক প্রত্যেকে একটি করে শেয়ারের মালিক হবেন, আর অর্থ সচিব রাষ্ট্রীয় মালিকানাধীন এই নতুন ব্যাংকের অবশিষ্ট সমস্ত শেয়ারের অধিকারী থাকবেন।

মূলধন ও ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত ধারা:

আর্টিকেল ৬৪ অনুসারে, যেসব পরিচালক ব্যক্তিগতভাবে অন্তত একটি অনাবদ্ধ শেয়ার রাখবেন—তাদেরই পরিচালক পদে যোগ্য বিবেচনা করা হবে। তবে, যেসব পরিচালক প্রাতিষ্ঠানিক স্বার্থের প্রতিনিধিত্ব করবেন, তাদের জন্য আলাদা যোগ্যতা শেয়ার রাখা বাধ্যতামূলক নয়।

আর্টিকেল ৫-এ বলা হয়েছে, “ব্যাংকের মোট মূলধন কখনোই ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশের নিচে নামতে পারবে না, অথবা বাংলাদেশ ব্যাংক সময় সময় যা নির্ধারণ করবে।”

বাংলাদেশ ব্যাংকের প্রস্তুতি:

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, আজ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে গভর্নর, ডেপুটি-গভর্নর এবং ব্যাংক রেজল্যুশন বিভাগের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এছাড়া, একীভূতকরণ প্রক্রিয়া তদারকির জন্য বাংলাদেশ ব্যাংক রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের ১৭ তলায় ২,৩৩৬ বর্গফুটের একটি অফিস বরাদ্দ দিয়েছে। এখান থেকেই পাঁচটি ব্যাংকের একীভূতকরণের কাজ সম্পন্ন হবে।

মূলধনের কাঠামো:

বাংলাদেশ ব্যাংকের প্রণীত একীভূতকরণ রোডম্যাপ অনুযায়ী, প্রস্তাবিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর পরিশোধিত মূলধন হবে ৩৫০ বিলিয়ন টাকা। এর মধ্যে ২০০ বিলিয়ন টাকা সরকার বিনিয়োগ করবে ইক্যুইটি হিসেবে, আর অবশিষ্ট ১৫০ বিলিয়ন টাকা আসবে ডিপোজিট ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড ও প্রাতিষ্ঠানিক আমানত থেকে।

এই একীভূতকরণের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো একটি সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংক গঠিত হতে যাচ্ছে।