ঢাকা || ১৭ মে ২০২৪

পুঁজিবাজার নিয়ে গুজব ছড়ানোর বিষয়ে বিএসইসির সতর্কতা

পুঁজিবাজার নিয়ে গুজব ছড়ানোর বিষয়ে বিএসইসির সতর্কতা

ব্যাংক ইনফো

প্রকাশিত: ১২:২৫, ৩০ এপ্রিল ২০২৪

ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশের পুঁজিবাজার সম্পর্কে ভুয়া তথ্য বা গুজব প্রকাশ কিংবা প্রচারের বিষয়ে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে কমিশন। গতকাল বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গুজবের বিএসইসি বলছে, পুঁজিবাজারকে অস্থিতিশীল করতে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্লাটফর্মে পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু ভিত্তিহীন গুজব ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। বিএসইসি দেশের পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় নিয়মিত ইন্টারনেট ও সামাজিক যোগযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে পুঁজিবাজারসংশ্লিষ্ট বিষয়ে ভুয়া ও অসত্য তথ্য বা গুজব প্রকাশ অথবা প্রচারের বিষয়গুলোর ওপর সতর্ক নজর রাখছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেটে পুঁজিবাজারসংশ্লিষ্ট বিষয়ে অপ্রকাশিত তথ্য প্রকাশ, শেয়ারদরের পূর্বাভাস কিংবা ভবিষ্যদ্ববাণীসহ যেকোনো ধরনের অসত্য তথ্য ও গুজব প্রকাশ বা প্রচার আইনত শাস্তিযোগ্য অপরাধ। তাই পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পুজিবাজারসংশ্লিষ্ট সব ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে এ ধরনের ভুয়া ও অসত্য তথ্য বা গুজব প্রকাশ অথবা প্রচার থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে সতর্ক করা হলো।