ঢাকা || ১৪ ডিসেম্বর ২০২৪

৫০ লাখ টাকার বেশি মূলধনী মুনাফায় কর কমল অর্ধেক

৫০ লাখ টাকার বেশি মূলধনী মুনাফায় কর কমল অর্ধেক

ব্যাংক ইনফো

প্রকাশিত: ১২:২৭, ৫ নভেম্বর ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে ৫০ লাখ টাকার বেশি মূলধনী মুনাফার ওপর করের হার ১৫ শতাংশে নামিয়ে এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।


সুদের হার কমানোর আগে বছরের যেকোনো সময় পাঁচ বছরে ৫০ লাখ টাকার বেশি মূলধনী মুনাফা হলে করদাতাদের ৩০ শতাংশ হারে কর দিতে হতো।

বছরের পর বছর শেয়ার কেনার পর তা বিক্রির ক্ষেত্রে মূলধনী মুনাফার ওপর কর হবে ১৫ শতাংশ।

নিয়ম শিথিলের পর মুনাফার পরিমাণ ও বিক্রির সময় নির্বিশেষে মূলধনী মুনাফার ওপর করের হার ১৫ শতাংশ হবে।

মূলধনী মুনাফার ওপর করের হার কমার ফলে ৫০ কোটি টাকার বেশি আয়ের করদাতাদের ওপর সামগ্রিক করের বোঝা ৪০ দশমিক পাঁচ শতাংশ থেকে কমে ২০ দশমিক ২৫ শতাংশে নেমে আসবে।


এর ফলে কম সম্পদের করদাতারাও নূন্যতম সম্পদের ওপর সারচার্জের হারের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের সামগ্রিক করের বোঝা কমতে দেখবেন।