ঢাকা || ২৮ আগস্ট ২০২৫

বিজিএমইএ‘র নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ

বিজিএমইএ‘র নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ

ব্যাংক ইনফো

প্রকাশিত: ২৩:০৯, ১৬ জুন ২০২৫

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী বিজিএমইএ প্রশাসক মো. আনোয়ার হোসেন, নবনির্বাচিত বোর্ডের সভাপতি মাহমুদ হাসান খানের কাছে আনুষ্ঠানিকভাবে বিজিএমইএ‘র দায়িত্ব হস্তান্তর করেন। 

অনুষ্ঠানের প্রথম অংশে সভাপতিত্ব করেন- বিদায়ী প্রশাসক মো. আনোয়ার হোসেন এবং দ্বিতীয় অংশে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান। সভায় বিজিএমইএ’র সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, ফারুক হাসান, ড. রুবানা হক, এসএম ফজলুল হক, কাজী মনিরুজ্জামান, আনিসুর রহমান সিনহাসহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।

নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন- ১ম সহ-সভাপতি সেলিম রহমান, সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান (বাবলু), সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী।

ঢাকা থেকে পরিচালনা পর্ষদের অন্য পরিচালকরা হলেন- শাহ রাঈদ চৌধুরী, মোহাম্মদ আব্দুর রহিম, ফয়সাল সামাদ, মো. হাসিব উদ্দিন, মোহাম্মদ আবদুস সালাম, নাফিস-উদ-দৌলা, সুমাইয়া ইসলাম, ফাহিমা আক্তার, মজুমদার আরিফুর রহমান, আনোয়ার হোসেন চৌধুরী, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, কাজী মিজানুর রহমান, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, এ.বি.এম. সামছুদ্দিন, আসেফ কামাল পাশা, ড. রশিদ আহমেদ হোসাইনী, ফারুক হাসান, রুমানা রশীদ, মোহাম্মদ সোহেল ও সামিহা আজিম।

চট্টগ্রাম অঞ্চল থেকে পরিচালনা পর্ষদের পরিচালকরা হলেন- এম. মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তানভীর, সাকিফ আহমেদ সালাম, মো. সাইফ উল্যাহ মনসুর, এনামুল আজিজ চৌধুরী, পরিচালক এসএম আবু তৈয়ব ও পরিচালক রাকিবুল আলম চৌধুরী।

সভার শেষে সম্মিলিত পরিষদের পক্ষ থেকে সভাপতি কাজী মনিরুজ্জামান এবং সেক্রেটারি চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম বিজিএমইএ‘র নতুন পরিচালনা পর্ষদকে ফুল দিয়ে অভিনন্দন জানান। ঐক্য পরিষদের পক্ষ থেকে রোমো গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন (সিআইপি) নতুন পর্ষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।