ঢাকা || ০২ সেপ্টেম্বর ২০২৫

ভিশন এম্পোরিয়ামের ‘ড্রিম হোম’ ক্যাম্পেইনের সিজন-২ শুরু

ভিশন এম্পোরিয়ামের ‘ড্রিম হোম’ ক্যাম্পেইনের সিজন-২ শুরু

ব্যাংক ইনফো

প্রকাশিত: ২৩:৪৪, ২ সেপ্টেম্বর ২০২৫

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের ইলেকট্রনিক্স পণ্যের চেইন শপ ভিশন এম্পোরিয়ামের ‘ড্রিম হোম’ ক্যাম্পেইনের সিজন-২ শুরু হয়েছে। ২ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। 

মধ্যবিত্তের স্বপ্ন পূরণের এই ক্যাম্পেইনে পুরষ্কার হিসেবে থাকছে একাধিক ফ্লাট, গাড়ি, ইলেকট্রনিক্স পণ্য, ভিশন এম্পোরিয়ামের গিফট ভাউচারসহ মোট ৫৫৯টি পুরস্কার। ভিশন এম্পোরিয়াম থেকে মাত্র ৫,০০০ টাকার পণ্য কিনে এ 
ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবে ক্রেতারা। ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘ড্রিম হোম’ সিজন-২ ক্যাম্পেইনটি চলবে ৩১শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। প্রতি সপ্তাহে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম ও তুলে দেওয়া হবে পুরষ্কার।

অনুষ্ঠানে আরএন পাল বলেন, “আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ যেন তাদের সামর্থ্যের মধ্যে উন্নত প্রযুক্তির স্বাদ পান। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ভিশন ইলেকট্রনিক্স তথা ভিশন এম্পোরিয়ামকে দেশের ইলেকট্রনিক্স খাতে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই”। 

তিনি আরো বলেন, “আমাদের লক্ষ্য কেবল পণ্য বিক্রি নয়, বরং ক্রেতাদের জন্য সেরা প্রযুক্তি ও সেবা নিশ্চিত করা। দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রেতাদের কাছে আধুনিক মানের ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে দিতে ভিশন এম্পোরিয়াম দীর্ঘদিন ধরে কাজ করছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা আরও জোরদার করবে”। 

আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম বলেন, “প্রথম বছরের ধারাবাহিকতায় আমরা এবার ‘ড্রিম হোম’ সিজন-২ ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতাদের আরও কাছে পৌঁছে যেতে চাই। আশা করছি, গতবারের মতো এবারও এই অফারটি আমাদের ক্রেতাদের মধ্যে ব্যাপক উচ্ছাস-উদ্দিপনা সৃষ্টি করবে”। 

অনুষ্ঠানে ভিশন এম্পোরিয়ামের প্রধান পরিচালন কর্মকর্তা কে এম শামসুজ্জামান নয়ন, হেড অব মার্কেটিং শফিক শাহিন, হেড অব সেলস রাসেল আহমেদ ও হেড অব অপারেশন ফরহাদ-উজ-জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে সারাদেশে ভিশন এম্পোরিয়ামের ৩৯০টি শোরুম রয়েছে। এসব শোরুমে ফ্রিজ, এসি, টেলিভিশনসহ সব ধরনের আধুনিক মানের ইলেকট্রনিক্স পণ্য পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে আরো শোরুমের মাধ্যমে আরও বেশি ক্রেতার হাতে ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে দিতে ভিশন এম্পোরিয়াম অঙ্গীকারাবদ্ধ।