দেশে সিম নিবন্ধন নীতিতে আবারও কড়াকড়ি আনতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)। আগামী বছরের জানুয়ারি থেকে একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ পাঁচটি ব্যক্তিগত সিম নিবন্ধন ও ব্যবহার করতে পারবেন—সম্প্রতি কমিশনের একটি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করতে পারেন। তার আগে গত এপ্রিল মাসে বিটিআরসি প্রতি এনআইডিতে নিবন্ধনযোগ্য সিমের সংখ্যা ১৫ থেকে কমিয়ে ১০-এ নামিয়ে আনে। সেই সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে এবং অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করতে ৪৫ দিনের গ্রেস পিরিয়ডও দেওয়া হয়েছিল।
বিটিআরসি সূত্র জানায়, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন অপরাধে সিমকার্ড ব্যবহারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগের প্রেক্ষিতে কমিশন নতুন এই সীমা নির্ধারণের উদ্যোগ নেয়। সভায় ওয়ান-টাইম-পাসওয়ার্ড (ওটিপি), আর্থিক প্রতারণা ও অবৈধ বাণিজ্যে অতিরিক্ত সিম ব্যবহারের ঝুঁকিও আলোচনা হয়।
নতুন নীতি অনুমোদন পেলে ২০২৬ সাল থেকে সব মোবাইল অপারেটরকে নতুন নিবন্ধনে এই সীমা কার্যকর করার নির্দেশ দেবে বিটিআরসি বলে জানা গেছে।
এটি এক বছরের মধ্যে দ্বিতীয় দফায় সিম নিবন্ধন নীতি কঠোর করার পদক্ষেপ। ইতোমধ্যে অতিরিক্ত সিম বন্ধে বিটিআরসি দেশব্যাপী সচেতনতামূলক প্রচার চালাচ্ছে এবং গ্রাহকদের ৩০ অক্টোবরের মধ্যে নিয়ম মেনে সিম সংখ্যা হালনাগাদ করতে অনুরোধ করেছে।













