ঢাকা || ১৭ মে ২০২৪

ইন্স্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা অপরিসীম

ইন্স্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা অপরিসীম

ব্যাংক ইনফো

প্রকাশিত: ১২:০৫, ৩০ এপ্রিল ২০২৪

ইন্স্যুরেন্সে যুগপোযোগী পাঠ্যক্রম তৈরিতে অংশীজনের ভূমিকা শিরোনামে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ণ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। 

এছাড়াও, সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবং বিভিন্ন লাইফ ও নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, সিইও এবং অন্যান্য ব্যক্তিবর্গ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো থেকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও যেমন মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমেদ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এমডি এবং সিইও মো. জালালুল আজিম, এলআইসি বাংলাদেশের এমডি ও সিইও শাশ্বত রায়, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও আনোয়ারুল হক, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এমডি ও সিইও আপেল মাহমুদ, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এমডি ও সিইও জনাব মুন্সী মনিরুল আলম উপস্থিত ছিলেন। 

এছাড়াও, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাদের প্রতিনিধি প্রেরণ করে।   নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও খালেদ মামুন উপস্থিত ছিলেন। অন্যদিকে, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের প্রতিনিধি প্রেরণ করে। 

ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. শহীদুল ইসলাম জাহীদ- এর সঞ্চালনায় উক্ত গোলটেবিল সভায় সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাসিনা শেখ।