ঢাকা || ১৭ নভেম্বর ২০২৫

নগদ বিক্রির পরামর্শক হতে ১০ প্রতিষ্ঠানের আবেদন পেয়েছে বিডা

নগদ বিক্রির পরামর্শক হতে ১০ প্রতিষ্ঠানের আবেদন পেয়েছে বিডা

ব্যাংক ইনফো

প্রকাশিত: ১৯:২৫, ১৪ নভেম্বর ২০২৫

বাংলাদেশ পোস্ট অফিসের অধীন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী নগদকে বেসরকারি খাতে হস্তান্তরের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) এখন পর্যন্ত ১০টি প্রতিষ্ঠানের আবেদন পেয়েছে। এসব প্রতিষ্ঠান সরকারের লেনদেন পরামর্শক (ট্রান্সঅ্যাকশন অ্যাডভাইজার) হিসেবে দায়িত্ব পালনে আগ্রহ দেখিয়েছে।
বিডা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবেদনকারী বৈশ্বিক কোম্পানিগুলোর মধ্যে ডেলয়েট, পিডব্লিউসি ও কেপিএমজির মতো শীর্ষ আন্তর্জাতিক ফার্মও রয়েছে, যাদের বাংলাদেশে নিজস্ব কার্যক্রম আছে।

বিডা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহপত্র আহ্বান করেছিল। নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠান নগদের বাজার অবস্থান, মূল্য প্রস্তাব নির্ধারণ, বাজারজাতকরণ সামগ্রী প্রস্তুত ও সম্ভাব্য কৌশলগত ও আর্থিক ক্রেতা শনাক্ত করার দায়িত্ব পালন করবে।

বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি বলেন, “ডাক অধিদপ্তরের অনুরোধে নগদ বিক্রির জন্য ট্রান্সঅ্যাকশন অ্যাডভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তবে সরকার অনেকদিন ধরে এ ধরনের প্রক্রিয়া অনুসরণ করেনি, ফলে বিদ্যমান নীতিমালাগুলো সময়োচিত নয়।”

তিনি জানান, হালনাগাদ নির্দেশিকার খসড়া প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং তা শিগগিরই মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। নির্দেশিকা অনুমোদন পেলেই পরামর্শক প্রতিষ্ঠান নির্বাচন প্রক্রিয়া শুরু করবে বিডা।

এর আগে চলতি বছরের আগস্টে উচ্চপর্যায়ের এক সরকারি বৈঠকে নগদকে বেসরকারি খাতে হস্তান্তরের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এরপরই বিডা বিক্রয় প্রক্রিয়া এগিয়ে নিতে দায়িত্ব পায়।

নগদের পরিচালনায় দক্ষতার অভাব নিয়ে বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক সময়ে উদ্বেগ জানায়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ডাক অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এত বড় ডিজিটাল আর্থিক সেবা পরিচালনার জন্য যথেষ্ট নয়। তিনি জানান, পূর্ববর্তী মালিকানার জটিলতা থেকে উদ্ভূত অনেক অনিয়ম ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। প্রায় ১ কোটি ৫ লাখ ভুয়া বা নিষ্ক্রিয় হিসাব বন্ধ করা হয়েছে এবং প্রতিষ্ঠানটিতে বড় ধরনের পুনর্গঠন চলছে।

এদিকে, পুনর্গঠনের মধ্যেও নগদ লেনদেনের নতুন রেকর্ড গড়ছে। চলতি বছরের অক্টোবর মাসে প্রতিষ্ঠানটি ৩৪ হাজার ৭০৫ কোটি টাকার বেশি লেনদেন প্রক্রিয়াকরণ করেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর বড় অংশ এসেছে সরকারি ভাতা বিতরণ কর্মসূচি থেকে। সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গত মাসে ৭৯ লাখ উপকারভোগীর ভাতা নগদের মাধ্যমে বিতরণ করা হয়।

এর আগে ২০২৫ সালের মার্চে ৩৪ হাজার কোটি টাকা এবং ২০২৪ সালের জুনে  ৩২ হাজার কোটি টাকার লেনদেন করেছিল প্রতিষ্ঠানটি।

city-bank
city-bank