ঢাকা || ০৭ ডিসেম্বর ২০২৫

চূড়ান্ত লাইসেন্স পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, চেয়ারম্যান সাবেক সচিব আইয়ুব মিয়া

চূড়ান্ত লাইসেন্স পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, চেয়ারম্যান সাবেক সচিব আইয়ুব মিয়া

ব্যাংক ইনফো

প্রকাশিত: ২২:৫০, ৩০ নভেম্বর ২০২৫

বাংলাদেশের ব্যাংকিং খাতে সুশাসন, জবাবদিহিতা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত সংস্কার কর্মসূচির অংশ হিসেবে নতুন রাষ্ট্র-মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-কে আনুষ্ঠানিকভাবে লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫–এর আওতায় সংকটাপন্ন পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক—এক্সিম ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ব্যাংক পিএলসি—কে অকার্যকর ঘোষণা করে গত ৫ নভেম্বর প্রশাসক নিয়োগ করা হয়। এসব সংকটাপন্ন ব্যাংকের পুনর্গঠন ও আমানতকারীদের সুরক্ষায় গত ৯ অক্টোবর উপদেষ্টা পরিষদের সভায় নতুন একটি সমন্বিত রাষ্ট্রীয় ব্যাংক গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে ৯ নভেম্বর বাংলাদেশ ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ প্রতিষ্ঠার জন্য অনাপত্তিপত্র (NOC) এবং লেটার অব ইনটেন্ট ইস্যু করে। নির্ধারিত শর্ত পূরণ করে ব্যাংকটি রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসে নিবন্ধিত হয়েছে।

নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে ২০ হাজার কোটি টাকা ইতোমধ্যে সরকারি অংশ হিসেবে পরিশোধ করা হয়েছে। মূলধনের পরিমাণ বিবেচনায় এটি বর্তমানে দেশের সর্ববৃহৎ রাষ্ট্র-মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক।

বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া-কে নবগঠিত ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীরা তাঁদের আমানতের নিরাপত্তা নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারবেন। আমানত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী ২ লাখ টাকা পর্যন্ত সমস্ত আমানত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং একীভূতকরণ প্রক্রিয়া শেষ হলে তা দ্রুত পরিশোধ করা হবে। এ বিষয়ে পৃথক স্কিম শিগগিরই প্রকাশ করা হবে।

নতুন ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের নিবিড় তত্ত্বাবধানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে পরিচালিত হবে বলে প্রতিষ্ঠানটি জানায়। আশা করা হচ্ছে, স্বল্প সময়ের মধ্যেই ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ একটি আধুনিক, গতিশীল এবং প্রতিযোগিতামূলক ইসলামী ব্যাংক হিসেবে নিজস্ব সক্ষমতা তুলে ধরতে পারবে।

সরকার ও বাংলাদেশ ব্যাংক বলেছে, এই একীভূতকরণ দেশের ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করবে এবং জনআস্থা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।